আমির হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফলে একটি পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামের একটি পুকুর থেকে পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
বীরপাশা গ্রামের চৌকিদার মোঃ ফিরোজ আলম জানান, ওই গ্রামের আবদুল হক হাওলাদারের বাড়ির সামনের পুকুরে ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে বাউফল থানা পুলিশকে খবর দেয়া হয়। ছেলে নবজাতকের লাশটি একটি কালো রংয়ের জ্যাকেট দিয়ে মোড়ানো ছিল। স্থানীয় লোকজনের ধারণা নবজাতকটি কারো অবৈধ সম্পর্কের ফসল হতে পারে ।
বাউফল থানার পুলিশ জানায়, নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। লাশ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।