প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২১, ১২:১৬ এ.এম
বাউফলে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত
আমির হোসেন বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এর সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জাকির হোসেন।
আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মো: মনিরুজ্জামান হিমু, মেডিকেল অফিসার নূর মোহাম্মদ সাইদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, সমাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মদনপুরা ইউপি চেয়ারম্যান মস্তফা হোসেন প্রমুখ।
সভায় বক্তরা মানবদেহে চাহিদা অনুযায়ী খাদ্যের যেসব জৈব অজৈব উপাদান জীবনের জীবনী শক্তির যোগান দেয় এবং প্রত্যেকটি মানুষদের মধ্যে স্বাস্থ্য ও স্যানিটসেন ব্যবস্থা নিশ্চিতে মাঠ পর্যায়ে করনীয় বিষয়ে বিষাদভাবে আলোচনা করেন।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও প্রধান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy