বাউফলে বিছিন্ন চন্দ্রদ্বীপে বিদ্যুৎতের আলোয় আলোকিত
আমির হোসেন(বাউফল) প্রতিনিধি:
Facebook Twitter share
পটুয়াখালীর বাউফলে উপজেলা থেকে বিছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি বলেছেন,
Surjodoy.com
শেখ হাসিনার সরকারের আমলে সারাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ সঞ্চালন হওয়ার সাথে সাথে এলাকার ব্যাপক উন্নয়ন হয়। উপজেলা থেকে বিছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের সৃষ্টি হবে নানামুখী কর্মসংস্থান।
The Daily surjodoy
চন্দ্রদ্বীপবাসী কখনই ভাবতে পারেনি সেখানে বিদ্যুৎ যাবে। আজ বুধবার (১৬ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই অঙ্গীকারকে সামনে নিয়ে পটুয়াখালীর বাউফল জোনাল অফিসের
The Daily surjodoy
৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবন ও নিমদী তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ২১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে ভার্চুয়ালি বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব বলেন।
The Daily surjodoy
তিনি আরো বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ হাজার ৫০০ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত ১৮টি চরবাসী। ওই এলাকায় এখন থেকে কুপিবাতির পরিবর্তে জ্বলবে বিদ্যুতের বাতি। আলোয় ভরে উঠবে ওই এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান।