আমির হোসেন,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মোঃ মিন্টু সিপাহী (৪৬) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে নওমালা ইউনিয়নের বটকাজল গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই গ্রামের মোঃ সেকান্দার সিপাহীর ছেলে মিন্টু মাছের ব্যবসা করত। ঘটনার দিন সকালে বাড়ীর পাশে ঠাকুর বাড়ীর ভিটায় আম গাছের সঙ্গে গলায় রশি দিয়ে মিন্টুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মিম নামে এক মাছ ব্যবসায়ী।
তিনি মিন্টুর পরিবারের লোকজনকে খবর দেন। তাঁরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মিন্টুর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছ ব্যবসায়ী মিন্টু জুয়া খেলতেন। জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জনের কাছে ঋনগ্রস্ত হয়ে পড়েন। ওই ঋন শোধ করতে না পেড়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।