আমির হোসেন বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে খাস জমি ও প্রাকৃতিক সম্পদে ভূমিহীন নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা আরবান কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। কর্মশালায় প্রান্তিক নারীদের জীবনমান ভূমি অধিকার ও মানবাধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তরা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ও বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস জাহান প্রমূখ।
পটুয়াখালী জেলা থেকে বিচ্ছিন্ন উপজেলা বাউফল ও উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপের ভূমিহীন নারীগন মুক্তিযোদ্ধা সাংবাদিক জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রধানগন উপস্থিত ছিলেন।
Leave a Reply