ফিরোজ,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রকিব উদ্দিন রুমন তালুকদার ও যুবলীগ কর্মী ইশাদ তালুকদার হত্যা মামলার প্রধান আসামী মহিউদ্দিন লাভলুর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) পটুয়াখালী আদালতের বিচারক চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামাল হোসেন আসামী পক্ষের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে মহিউদ্দিন লাভলু উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের আগাম জামিন পান।
উল্লেখ্য, চলতি বছরের ২আগষ্ট সন্ধ্যায় কেশবপুর বাজারে দুই যুবলীগ নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনা নিহত রুমনের বড়ভাই মো. মফিজ উদ্দিন মিন্টু ৫৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামী করা হয়।