বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইশার মানববন্ধন
আমির হোসেন (বাউফল)প্রতিনিধি:
Facebook Twitter share
পটুয়াখালীর বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখা
Surjodoy.com
আজ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর ও সহ-সভাপতি মোঃ হাসান আলী ।
The Daily surjodoy
ইশার বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহের উপস্থাপনায় কর্মসুচী কয়েকশত নেতা-কমী উপস্থিত অংশ গ্রহন করে। বক্তরা এ সময়ে বলেন, যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষা নিয়ে রাজনীতি করা চলবে না। শিক্ষা নিয়ে নৈরাজ্যের সৃষ্টি হলে তা রুখে দাড়াবে ইশা ছাত্র আন্দোলন।
The Daily surjodoy
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাংলাদেশ অনিশ্চত গন্তব্যে দিকে যাচ্ছে । দোকান সপিংমল সবই খোলা কিন্তু ক্যাম্পাসে কেন ঝুলবে তালা কেন?। ছেলেরা পাবজি খেলায় আসাক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, মাদক আসাক্ত হয়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। আগামী ১৪ জুন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy