বাউফলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন
আমির হোসেন বাউফল প্রতিনিধি:
Facebook Twitter share
পটুয়াখালীরবাউফলে এমপিওভূক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ‘সাত দফা দাবী’ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বারাবরে স্মারক লিপি প্রদান করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সোমবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
Surjodoy.com
জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক উপাধ্যক্ষ সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন তুষার কান্তি ঘোষ, মো. মঞ্জুর মোর্শেদ, মো. মনিরুজ্জামান, মো.মাহাবুব আলম, মো. মোশারেফ হোসেন, মাওলানা আবদুল হাই এবং মরিয়ম বেগম নিশু প্রমূখ।
The Daily Surjodoy
মানববন্ধনে বক্তারা এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান, শতকরা ২৫ ভাগের পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান, সরকারি কর্মচারীদের অনুরুপ অবসারভাতা প্রদান, শিক্ষক কর্মচারীদের ঐচ্ছিক বদলী নিশ্চিতকরণ এবং জাতীয় শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী তুলেন।
The Daily Surjodoy
অনুষ্ঠিত মানববন্ধনে বাউফল উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুলের প্রায় তিন হাজার শিক্ষক কর্মচারী অংশ নেয়।