ফিরোজ,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সরকারি জমি অবৈধভাবে দখল করে মুরগীর খামার করেছেন স্থানীয় প্রভাবশালী এক ছাত্রলীগ নেতা।
ওই নেতার নাম মো. আল-আমিন। তিনি নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে আছেন বলে জানা যায়।
শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার কালাইয়া- বড় ডালিমা ব্রিজের উত্তর-পূর্ব পার্শ্বের সরকারি খাল ও খালের পাড়ের জমি দখল করে বিশাল টিনসেট কাঁঠের ঘর তৈরি করেছে ছাত্রলীগ নেতা আল-আমিন। স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন ও তাঁদের পরিবার প্রভাবশালী হওয়ায় ক্ষমতার প্রভাব ঘাটিয়ে সরকারি খাস জমিতে রাতারাতি ঘর নির্মাণ করে ফেলে।
শুধু আল-আমিন একাই নয়। খাল ও খালের পাড়ের সরকারি জমি দখলে নিয়ে ঘর বাড়ি নির্মাণ করেছে স্থানীয় শাহ-আলম গাজী, মো. জসিম উদ্দিন, মো. সুজন, মো. মাসুদ ও মাসুমসহ আরও অনেক প্রভাবশালীরা ।
এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আল-আমিন জানান,‘ তিনি একা সরকারি জমি দখল করেনি। আরও অনেকেই সরকারি জমি দখল করে ঘর বাড়ি নির্মাণ করেছে।
বিষয়টি সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালির দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন,‘ সরকারি খাল দখল করার কোন সুযোগ নেই। অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।