ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে উপজেলার কালিশুরী বন্দরের ছাগল হাট সংলগ্ন ১ নং খাস খতিয়ানের সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ওই বন্দরের আজিজ সিকদার নামের এক প্রভাবশালী ব্যক্তি।
বুধবার এ খবর পেয়ে বাউফল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হুমায়ন কবির সেখানে গিয়ে ভবন নির্মাণে বাঁধা দেন। তিনি সরকারি জমিতে লাল নিশান দিয়ে আসার পর শ্রমিকরা ফের সেখানে নির্মাণ কাজ শুরু করছেন বলে জানা গেছে ।
এব্যাপারে সার্ভেয়ার হুমায়ন কবির জানান, আজিজ সিকদার একটি ভবন নির্মাণ করছেন।
তার রেকর্ডীয় সম্পত্তির সঙ্গে সরকারি কিছু জমি দখলে নিয়ে নির্মাণ কাজ শুরু করেন। তিনি সরকারি জমিতে কয়েকটি কলামের বেজমেন্ট তৈরি করেন। এ অবস্থায় সেখানে গিয়ে আমি সরকারি অংশের জমি চিহ্নিত করে লাল নিশান উড়িয়ে দেই। তারপরও যদি তারা নির্মাণকাজ অব্যাহত রাখেন তাহলে আমি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করবো।
নির্মাণকাজের দায়িত্বে থাকা আজিজ সিকদারের ভাই জলিল সিকদার জানান, লাল নিশান দিয়ে চিহ্নিত এলাকায় আমি কোন কাজ করছি না। আমার জমিতেই আমি কাজ করছি।
এবিষয়ে বাউফল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি বলেন, দখলের খবর জেনে আমি সার্ভেয়ার পাঠিয়েছি। এবার আমি নিজেই পরিদর্শন করে পদক্ষেপ নেব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy