আমির হোসেন, (বাউফল) প্রতিনিধি:
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকরত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টার মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার।
সভায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য সহ সপ্তাহের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা রুহুল আমীন এর সঞ্চালনায় জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।