আমির হোসেন,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ খাঁনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেন সাংবাদিক মহল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হামলার তীব্রনিন্দা, প্রতিবাদ ও হামলাকরীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবীতে বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক অতুল চন্দ্র পাল (দৈনিক ভোরের কাগজ), বাউফল সাংবাদিক ইউনিয়নের আহ্ববায়ক শিবলী সাদেক ( দৈনিক আজকালের খবর), সদস্য সচিব এইচ.এম বাবলু (দৈনিক খবর পত্র), বাউফল প্রেস ক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন (আনন্দ টিভি) ও বাউফল সাংবাদিক ইউনিয়নের সদস্য এম.এ হান্নান (দৈনিক স্বদেশ প্রতিদিন) ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মো.সোহরাব হোসেন ( বাংলাদেশ বেতার), মাইনুদ্দিন জিপু ( দৈনিক দক্ষিণাঞ্চল), মো. ফিরোজ (দৈনিক দেশকাল), কহিনুর বেগম ( অপরাধ তালাশ ), সাগর দাস (দৈনিক আজকাল), শফিকুল ইসলাম মিঠু (সত্য সংবাদ), মো শফিকুল ইসলাম (বরিশালের কথা), মো. ইমাম হোসেন মনা (প্রতিদিনের কণ্ঠ) ও মো. আরিফুল ইসলাম (দৈনিক জাগরণ) প্রমূখ।