প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২১, ৯:১৩ পি.এম
বাউফলে স্কুল ছাত্রী অপহরণে গ্রেফতার ১
আমির হোসেন,বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ৭ম শ্রেণীর ছাত্রীকে অপরহণ করেছে আরাফাত রাব্বি নামে এক যুবকের নের্তৃত্বে ৩-৪ জনের দুর্বৃত্ত দল। গতকাল বুধবার সন্ধ্যায় ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে বরগুনা জেলার কেওড়া বুনিয়া এলাকা থেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
জানা গেছে, পৌর শহরের ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে দাশপাড়া এলাকার বাবুল হোসেনর ছেলে রাব্বি প্রায়ই উত্যাক্ত করতো। গত ৪ অক্টোবর সকালে কিশোরী বাসা থেকে স্কুলে যাবার পথে আরাফাত রাব্বি ও তার সঙ্গীরা থানা মসজিদের পশ্চিম পার্শ্ব এলাকা থেকে জোড় পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে গতকাল বুধবার বাউফল থানায় শিশু নির্যাতন ও অপহরণ আইনের ধারায় একটি মামলা দায়ের করেন। বাউফল থানা পুলিশ অপহৃত কিশোরী ও আরাফাত রাব্বিকে বরগুনার কেওড়া বুনিয়া এলাকা থেকে উদ্ধার করে। বাদী জানান, অপহরনকারী আমার শিশু কন্যাকে ধর্ষণ করে থাকতে পারে। বাউফল থানা অফিসার ইনচার্জ আল মামুন বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরী ও অপহরণকারি রাব্বিকে গোপন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy