আমির হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনি
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বড় মেয়ে ছানিয়াকে লেখাপড়া করানোকে কেন্দ্র করে স্বামী জামালের সঙ্গে স্ত্রী মাসুমা বেগমের কথা কাটাকাটি হলে স্ত্রীকে মারধর করেন জামাল। ওই মারধরের ঘটনা নিয়ে পরের দিন আজ শনিবার সকালে ননদ খাদিজার সঙ্গেও ঝগড়াঝাটি হয় মাসুমার। একপর্যায়ে স্বামী ও ননদের সঙ্গে অভিমান করে পাশের ঘরের পিছনে গিয়ে কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এ সময়ে ওই বাড়ীর বাবুলের স্ত্রী ডলি আক্তার প্রথমে দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমাকে মৃতু ঘোষণা করেন।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলতেছে।