ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৩৫) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে । আজ সোমবার সকাল ৮টার দিকে বাউফল-কালাইয়া সড়কের ফায়ার সার্ভিস অফিসের সমানে এ দূর্ঘনা ঘটে। মিজানুর রহমান বাউফল উপজেলার মদনপুরা ইউপি’র চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বেল্লাল সিকদার।
স্হানীয় সূত্রে জানা যায়, টমটম চালক মিজানুর রহমান বাউফল থেকে কালাইয়া যাওয়ার পথে উল্টো দিক কালইয়া থেকে বাউফলে আসা মাহিন্দ্র গাড়ীর সাথে ধাক্কা লেগে গাড়ী সহ রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় মিজানুরকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত টমটম চালক মিজানুর রহমানের মৃত্যু হয়।