বাউফলে ৪০গ্রাম গাঁজা জব্দ গ্রেফতার ৩
আমির হোসেন (বাউফল) প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফলে ৪০গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ধান হাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হল কালাইয়া ইউনিয়নের বাসিন্দা রাকিব হাহওলাদার (২১),পিতা আকব্বর হাহওলাদার সাং শৌলা,আরিফ আকন(২০),পিতা জাকির আকন সাং কর্পূরকাঠী ও সাকিব মৃধা(২২), পিতা হেলাল মৃধা সাং কর্পূরকাঠী।
থানাসূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আশিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানান,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলকায় মাদক সেবনকারী ও বিক্রিয়ের সাথে জড়িত। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন,এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত ৩জনকে আজ সোমবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে ।