প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৭:৪৫ পি.এম
বাউফল পৌর মেয়রের উদ্দ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান
বাউফল পৌর মেয়রের উদ্দ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান
আমির হোসেন,(বাউফল)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভার নয়টি ওয়ার্ডের মুমূর্ষ করোনা পজেটিভ রোগীদের বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েল।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাউফল পৌরসভার সহকারী প্রকৌশলী মু. আতিকুল ইসলাম পৌর মেয়রের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার কাছে এ সব সিলিন্ডার হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ এএসএম সায়েম, পৌরসভার প্যানেল মেয়র আবদুল লতিফ খান ও কাউন্সিলর শংকর কুমার পাল, উপসহকারী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম সুমন ,কর আদায়কারী মোঃ দেলোয়ার , মো জহিরুল ইসলাম ও মোঃ আলামিন প্রমুখ।
পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, করোনায় আক্রান্ত রোগিদের জন্য “মেয়র অক্সিজেন ব্যাংক” গঠন করা হয়েছে। ওই অক্সিজেন ব্যাংক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। চাহিদা অনুযায়ি পর্যায়ক্রমে আরও সিলিÐার দেওয়া হবে। পৌর কমপ্লেক্সে মুমূর্ষ রোগীদের জরুরী সেবার জন্য হটলাইন চালু করা হয়েছে। হট লাইন (০১৭৫১৬০৮৯৯৯ ও ০১৭১৬৬৪৪৯৩০) নম্বরে কল করলে করোনায় আক্রান্ত রোগিদের বাড়ীতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, সারা দেশের ন্যায় বাউফলেও করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন দরকার। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে পৌরসভার অক্সিজেন সিলিন্ডার বাউফলে করোনা মোকাবেলায় বেশ ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এই সিলিন্ডারগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy