আবুল হাশেম:
রাজশাহীর বাঘা উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করছি।বিগত বছরের চেয়ে এবার কিছু আনুষ্ঠানিকতার সংযোগ বিযোগ হতে পারে উপস্থিত আপনাদের সকলের পরামর্শক্রমে। উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান এবং রাষ্ট্রীয় বিশেষ দিবসের জন্য উন্মুক্ত আলোচনার ও সহযোগিতা কামনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু,সাবেক উপজেলা বিএনপি সভাপতি প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্যবৃন্দ,অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শফিউল্লাহ সুলতান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডাক্তার আসাদুজমান আসাদ, বাঘা প্রেসক্লাবের সভাপতি আঃ লতিফ মিয়া, বাঘা রিপোটার্স ক্লাব এর সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, সাংবাদিক নাজিম উদ্দীন সহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy