প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২০, ১১:০২ পি.এম
বাঘারপাড়ায় নৌকা-আনারস প্রতীকের কার্যালয়ে ভাংচুর, পাল্টপাল্টি অভিযোগ
বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে ফের পাল্টাপাল্টি নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ও রাত ৮টার দিকে যথাক্রমে আনারস ও নৌকা প্রতীকের কার্যালয় ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষেই পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে বাঘারপাড়া জুড়ে। তবে পুলিশ বলছেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে । স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহরমপুরে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। এর পর রাত ৮টার দিকে ওই এলাকার ছোট মহরমপুরে নৌকা প্রতীকের কার্যালয় ভাংচুর হয়। এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর দেবর ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের দাবি, ছোট বহরমপুর নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে আনারস প্রতীকের সমর্থকরা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ অধিকারীর ছেলের নেতৃত্বে এ হামলা চলে। এ সময় তাপস নামে নৌকা প্রতীকের এক কর্মীর বাড়ির বিছালিতে আগুন দিয়ে ভীতি সৃষ্টি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।এদিকে, আনারস প্রতীকের প্রার্থী দিলু পটোয়ারী অভিযোগ করেন, নৌকা প্রতীকের কর্মী শামছুর ছেলে রোমানের নেতৃত্বে আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। আনারস প্রতীকের বিজয় নিশ্চিত জেনে নৌকা প্রতীকের লোকজন উদ্দেশ্যমূলকভাবে একের পর এক হামলা-ভাংচুরের ঘটনা ঘটিয়ে আসছে’। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, নৌকা প্রতীকের পক্ষে মামলা করতে তাদের (নৌকা প্রতীকের) প্রতিনিধি থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy