আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা থেকে ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠান Haapy Haat এর সাথে "পাকুড়িয়া নিরাপদ আম চাষী গ্রুপ" ও "সাদী এন্টারপ্রাইজ" এর লিড ফার্মার মোঃ শফিকুল ইসলাম সানা এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে।
এসময় আম বিজ্ঞানী মোঃ শরফ উদ্দিন, বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান, Happy Haat এর প্রতিনিধি হিসেবে বিজনেস প্রোমোসন অফিসার উপস্থিত ছিলেন।
Happy Haat এর প্রতিনিধি জানান, নিরাপদ আম উৎপাদনে বাঘা যথেষ্ট সুনাম রয়েছে। বিগত কয়েক বছর ধরে বাঘা থেকে আম ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সেই অগ্রযাত্রায় আমাদের প্রতিষ্ঠানও আজ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করলো। প্রাথমিকভাবে আমরা ২০০ মেট্রিক টন আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হলাম। পরবর্তীতে চাহিদা ও আমের কোয়ালিটির উপর নির্ভর করে পর্যায়ক্রমে তা ১০০০-২০০০ টনে রুপান্তর করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।
বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান বলেন,
নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে সংযোগ আম চাষীদের সাথে এ চুক্তিপত্র সাক্ষরিত হলো। ইতোমধ্যে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় GAP বা উত্তম কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে বিভিন্ন বাগান গড়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে চাষীদের প্রশিক্ষণসহ কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। নিয়মির বাগান মনিটরিংসহ বিভিন্ন আন্তঃপরিচর্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি এবছর প্রায় ১০০০ টন আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।
বিশিষ্ট আম বিজ্ঞানী মোঃ শরফ উদ্দিন বলেন, এই চুক্তি নিরাপদ আম উৎপাদন ও রপ্তানির জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে। এই চুক্তি একটা লিগ্যাল ফ্রেম পেলো, যা অন্যান্য আম চাষীদের নিরাপদ আম উৎপাদনে উৎসাহিত করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy