আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ
রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার শারমিন আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব্য রাখেন, মোঃ আ্যডভোকেট মো লাইয়েব উদ্দিন লাভলু চেয়ারম্যান বাঘা উপজেলা পরিষদ, মো আশরাফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বাঘা উপজেলা আওয়ামীলীগ, মো আক্কাস আলী, মেয়র বাঘা পৌরসভা।
আলোচনার মূল আলোচ্য বিষয়টি ছিল, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন ভাষা শহীদরা। গোটা বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তারা। ভাষার প্রতি বাঙালিদের এই যে ভালোবাসা, সাহস ও আত্মত্যাগ— মূলত একারণেই শুধু বাংলাদেশই নয়, সারাবিশ্বে বাংলা এখন সুপরিচিত ভাষা। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পূর্ববাংলায় শাসকবিরোধী তীব্র মনোভাবের মাঝেই বাংলা ভাষার জন্য জ্বলে ওঠে স্ফূলিঙ্গ।
ভাষা সৈনিকরা তাদের লেখনিতে একইভাবে জানিয়েছেন মহান একুশে ফেব্রুয়ারির সূচনার কথা। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নেই। আর তাই জাতিসংঘের স্বীকৃতি লাভের পর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় অমর একুশের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।