বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১,আহত ২০
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
Facebook Twitter share
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দিলালপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে মুজিবুর (৬০) নামে একজন নিহত হয়েছে ।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে আরো ২০ জন আহত হয়েছে ।
Surjodoy.com
আজ সোমবার দুপুরে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
জানা যায় নিহত মুজিবুর একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে ।
The Daily surjodoy
পুলিশ জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী । আজ দুপুরে দু-পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এ সংঘর্ষে বল্লমের আঘাতে শাফির পক্ষের সমর্থক মুজিবুর নামে একজন মারা যায় ও দুই পক্ষের ২০ জন আহত হয়।
The Daily surjodoy
বাজিতপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
তবে দিলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি জানান, বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নেতৃত্বে একক ভাবে হামলা চালায় ।
The Daily surjodoy
এতে মুজিবুর নামে একজন মারা যায় এবং আরো ৪-৫ জন মুমূর্ষ অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জানান, এ সংঘর্ষে আমার কোন পক্ষ নাই । যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই সবাই আমার লোক । আর আমার নেতৃত্বে কোন হামলা হয়নি এবং আমি আজ কিশোরগঞ্জ ছিলাম ।
Here are six lost sexual triggers for erections priligy buy online usa for a listing after talks with HongKong regulators broke down over its shareholding structure
https://drugsoverthecounter.com/# best over the counter ed pills that work fast