মাসুদুল ইসলাম সবুজ, নিজস্ব প্রতিবেদক - কিশোরগঞ্জের
বাজিতপুর উপজেলার সরারচর গরু বাজারে গতকাল বুধবার সকাল ১১টায় বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের উপস্থিতিতে সিএনজি ও অটো চালকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সিএনজি ও অটো ছিনতাই ও রোধ কল্পে বক্তারা বলেন, এই উপজেলার বিভিন্ন রাস্তায় রাতের বেলায় যত্রতত্র চুরি এবং ছিনতাই বেড়ে গেছে। এই চুরি ও ছিনতাই রোধের জন্য তাদের সাথে কথা বলেন এবং সচেতন হওয়ার উপদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ও প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী মহিউদ্দিন আহম্মেদ। নিকলীতে গরু বাজারে স্কুল মাঠে গরু বিক্রি, নেই কোন সামাজিক দূরুত্ব মাসুদুল ইসলাম সবুজ, নিজস্ব প্রতিবেদকঃ- সারাবিশ্ব যখন করোনা ভাইরাসে
লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। তখনই নিকলীর হাওড় অধ্যুষিত উপজেলার জারইতলা ইউনিয়নের
সাজনপুর বাজারে গত ৫ থেকে ৭ সপ্তাহ ধরে গরুর বাজারে করোনা ভাইরাস থাকা
সত্বেও এই বাজারে গরু বিক্রি কালীন সময়ে নেই কোনো সামাজিক দূরুত্ব।
ইউনিয়ন পরিষদের পাশের জারইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারা বছরের পর বছর
ধরে গরুর হাট বসিয়ে আসছেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তাদের কোন
ইজারা নেই বলে এলাকায় অভিযোগ রয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায়
সরেজমিন গেলে এসব চিত্র পরিলক্ষিত করা গেছে। প্রত্যক্ষদর্শী গরু পাইকারি
ব্যবসায়ীরা জানান, ঈদের পর থেকে গরুর বাজারে প্রচুর গরু উঠলেও আগের
তুলনায় বিক্রি একটু কম। প্রতি গরু ৫০ হাজার টাকা থেকে লক্ষাধিক টাকার
গরু ও এই বাজারে বিক্রি হয়ে থাকে। প্রতি বুধবার দুপুর থেকে সাজনপুর-নিকলী
প্রায় ২ থেকে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রোগীর গাড়ীগুলিতে যারা রোগী
থাকেন তাদের মৃত্যু ছাড়া ঐদিন আর কোন উপায় থাকে না। অথচ স্থানীয় প্রশাসন
এদিকে কোন খেয়াল নিচ্ছে না বছরের পর বছর ধরে। সাজনপুর বাজারের ইজারাদার ও
জারইতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক, ইজারাদার সভাপতি
মরসব আলী, শাহিন মিয়া ও আলম মিয়া এই প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাস
আসার কারণে গরু-ছাগল বিক্রি একেবারেই কমে গেছে। এবার লাভের দিক উঠা
খুবই কঠিন বলে উল্লেখ করেন।
মাসুদুল ইসলাম সবুজ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy