প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২১, ১:১০ এ.এম
বাণিজ্যমেলা এলাকায় ৫ হাজারের ফ্ল্যাট ভাড়া ৪০ হাজার!
আমান উল্লাহ প্রতিবেদকঃ
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলা ঘিরে এরইমধ্যে পূর্বাচল ও এর আশেপাশের এলাকার ফ্ল্যাট বাণিজ্য জমে উঠেছে। দেশি-বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও স্টাফরা মেলা চলাকালে থাকার জন্য ওই এলাকায় ৫ হাজার টাকা ফ্ল্যাট বাসা এখন ভাড়া নিচ্ছেন ৩৫-৪০ হাজার টাকায়। আর সুযোগ বুঝে যতটা সম্ভব চড়া ভাড়া হাঁকাচ্ছেন ফ্ল্যাট মালিকেরা।
সরেজমিনে বাণিজ্যমেলা এলাকা ঘুরে দেখা গেছে, ১ জানুয়ারি শুরু হতে যাওয়া মেলা ঘিরে স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। তবে শহরের অদূরে হওয়ায় কাজের ফাঁকে ফাঁকে অনেকেই মেলা এলাকায় বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করছেন। বিশেষত মেলাকেন্দ্রিক বিদেশি ব্যবসায়ীদের বাসা ভাড়া নিতে বেশি দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে।
দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা বলছেন, শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এখানে নিয়মিত যাতায়াত করা কঠিন। তাই মেলা চলাকালে নির্বিঘ্নে কাজ করতে নিজেদের ও স্টাফদের জন্য বাণিজ্যমেলার আশপাশ এলাকায় বাসা খুঁজছেন অনেকে। এ সুযোগে স্থানীয় ফ্ল্যাট মালিকরাও হাঁকাচ্ছেন কয়েকগুণ বেশি ভাড়া। ৫ থেকে ৬ হাজার টাকার ফ্ল্যাটের ভাড়া নেওয়া হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা, কোথাওবা তারও বেশি।
তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুল থেকে আসা ব্যবসায়ী জামায়া জমু বাণিজ্যমেলায় একটি স্টল নিয়েছেন। তিনি জানান, এবারই প্রথম তিনি এই বাণিজ্যমেলায় স্টল নিয়েছেন। স্টলে লাইট, গ্লাস, সিরামিক, মেলামাইন পণ্য থাকবে। তিনি মেলার আশেপাশেই বাসা নিয়ে থাকছেন।
এই তুর্কি ব্যবসায়ীর মতো আরও অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মালিক ও স্টাফরা একইভাবে ভাড়া বাসায় থাকছেন। জরুরি ভিত্তিতে বাসা ভাড়ার জন্য তাদের এমন চাহিদার প্রেক্ষিতে মেলা এলাকায় বাসা ভাড়া বেড়েছে বহুগুণ।
স্থানীয় ফার্মেসি দোকানি হাবিবুর রহমান শিপন পেশাগত কাজের পাশাপাশি ফ্ল্যাট ভাড়া দেওয়ার কাজ করেন। মেলা উপলক্ষে তাদের ফ্ল্যাট ব্যবসা এখন অনেকটা জমজমাট।
তিনি জাগো নিউজকে বলেন, পূর্বাচলে প্রথমবারের মতো বাণিজ্যমেলা হচ্ছে, আশেপাশে অনেক স্থানীয় ফ্ল্যাট মালিক সেভাবে নিজেদের বাসা প্রস্তুত করেননি। তবে বড় বিল্ডিংগুলোর মালিকেরা মেলায় আসা ব্যবসায়ীদের কাছে বাসা ভাড়া দিচ্ছেন। এখন মোটামুটি ভালো ভাড়া পাওয়া যাচ্ছে। মেলা প্যাকেজে তিন রুমের টাইলস করা ফ্ল্যাট ৪০-৪৫ হাজার টাকা ভাড়া পড়ে। নরমালি এসব ফ্ল্যাটের ভাড়া থাকে ৫ থেকে ৭ হাজার টাকা। আর যেসব বাসায় গ্যাস নেই, সেখানে ভাড়াটিয়াদের পকেটের টাকায় এলপিজি গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মিয়া জাগো নিউজকে বলেন, ‘মেলায় যাগো দোকান আছে হেরা তো এইহানেই থাকতে চাইতাছে, শহর তো অনেক দূর। মেলার লাইগ্যা বড় বড় ফ্ল্যাটে ভিড়, নরমাল বাসাও আছে। অনেকে যোগাযোগ করতাছে, দেখতাছে। অনেকে ভাড়াও নিতাছে। আমার দুইটা ফ্ল্যাট আছে, একটা ভাড়া দিছিলাম আরেকটা খালি আছে। তিন রুমের ফ্ল্যাট ২৫ হাজার টাকা নিমু। কন্ট্রাক্ট এমন হইতাছে, কেউ এক তারিখ থেকে ৩১ তারিখ, আবার কেউ মেলা টু মেলা নিতাছে। মেলার উদ্বোধন হলে উঠবো, শেষ হওয়ার দুই তিনদিনের মধ্যে চইল্যা যাইবো।’
তিনি জানান, মেলা শুরুর আগমুহূর্তেও অনেক ব্যবসায়ী বাসা ভাড়া নিচ্ছেন। এলাকায় বিভিন্ন প্রজেক্টের লোক আছে, বিভিন্ন সাইটের কাজ চলছে। সেসব প্রজেক্টের শ্রমিক ও প্রকৌশলীরা এখানেই থাকেন। মেলার প্রজেক্টেও সাত-আটশ লোক কাজ করছে। সেজন্য অনেকে একটু বাড়তি ভাড়া দিয়ে হলেও মেলাকেন্দ্রিক ফ্ল্যাট ভাড়া নিচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy