প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ১২:২১ পি.এম
বান্দরবানে মিনিট্রাক ও টমটমের সংঘর্ষে নিহত-১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান সদরে বালাঘাটায় মিনিট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শৈসাউ মারমা। তিনি বান্দরবান সদরের থোয়াইনগ্য পাড়ার বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত টমটমের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালাঘাটা চড়ুই পাড়া মসজিদ এলাকায় ত্রিমুখী সড়কে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর মিনিট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পলাতক চালককে আটক করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।
এইদিকে নিহত ব্যক্তির গ্রাম থেকে জানায়, শৈসাউ মার্মা খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি বালাঘাটা থেকে থোয়াইনগ্য পাড়া সড়কে টমটম চালিয়ে পরিবার চালাতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, শৈসাউর মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy