প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২১, ৪:৩৬ পি.এম
বান্দরবান আলীকদমে সমাপ্তি হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলীকদম সেনা জোনের আয়োজনে সম্পন্ন হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। শনিবার বিকাল তিনটায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও সেনা সদস্য মিলে ১ হাজার ৫শ’ জনের মধ্যে ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
স্থানীয় জনসাধারণ, সেনা সদস্যদের অংশগ্রহণে এই ম্যারাথনে ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করে প্রায় দেড় হাজার জন। এতে ২২ মিনিট সময় নিয়ে ম্যারাথনে ১ম স্থান অধিকার করেন মো. ইসমাইল হোসেন। ২২ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ২য় স্থান অধিকার করেন উহাই মং মারমা ও ২২ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে ৩য় স্থান লাভ করেন মোহাম্মদ হাবিবুর রশিদ।
পুরুষদের পাশাপাশি নারীরাও এতে অংশগ্রহণ করেন। নারীদের মধ্যে ২৮ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে ১ম স্থান লাভ করেন আলযারা নূরী। ৩১ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ২য় স্থান অধিকার করেন জেসমিন আক্তার ও ৩২ মিনিট ৫৫ সেকেন্ডে ৩য় স্থান লাভ করেন মালাসিং মারমা।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল মনজুরুল হাসান পিবিজিএম, পিএসসি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy