
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান চিম্বুক এলাকায় ১৮ মাইল নামক গ্রামে ভাল্লুকের আক্রমনে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন গ্রামে প্রধান কারবারি ইয়ং ওয়াই ম্রো (৫৬) ও তার নাতি মাংলিউ ম্রো (৫)। আজ ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯ টার দিকে সদরের চিম্বুক ম্রো পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ং ওয়াই ম্রো ও তার নাতি মাংলিউ ম্রো কে নিয়ে সকাল দিকে নিজ বাগানে কলা কাটতে যায়, হঠাৎ করে একটি ভাল্লুক সেই জংঙ্গল থেকে বের হয়ে আসে। পরে তাদের উপর ভাল্লুক তার আক্রমনে তান্ডব চালালে য়ংওয়াই ম্রো(৫৬) তার বাম পাশে চোখটিকে উপর তুলে নেওয়া চেষ্টা করে। পরে তার নাতিকে আক্রমন করলে চিৎকার করলে স্থানীয়রা শুনতে পেলে ঘটনাস্থলে দৌড়ে যায় এলাকাবাসী। স্থানীয়দের চিৎকারে ভাল্লুকটি ভয়ে দৌড়ে পালিয়ে যায় জঙ্গলে । এই সময় এলাকাবাসী ঘটনাস্থলে পৌছলে আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর ইমানুয়েল পুলিশ প্লাজা হাসপাতালে ভর্তি করানো হয়।
ইমানুয়েল হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, আমরা চোখটিকে ড্রেসিং ও সেলাই করেছি, তবে চোখটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে আমরা সব কিছু চিকিৎসা করে চট্টগ্রামে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply