আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
গেল বান্দরবান চিম্বুক পাহাড়ে ২৩ মার্চ মঙ্গলবার ১১টার দিকে কোয়াইং ঝিরি এলাকায় প্রথম আগুন লাগে। পরে সেই আগুন দগ্ধ হয়ে ম্রো সম্প্রদায়ের ৫০০ একর ফল বাগান ও জুমসহ পুড়ে যায় ।
পুড়েছে দুই হাজার একরের বেশি বনও, তাদের প্রায় ৫০০ একর জমির আম, বরই, ড্রাগন, কমলা ও পেঁপে বাগান পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো বাইট্টা পাড়া, রানলাই পাড়া, দেওয়াই হেডম্যান পাড়া, সিংচং পাড়া, মধ্যম পাড়া ও রামরি পাড়া।
এই দিকে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমি আক্তার তিবরীজি নির্দেশনায় টংকাবতী ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ম্রো সম্প্রদায় মাঝে ত্রাণ বিতররন করা হয়েছে।
২৬ মার্চ বিকালে চিম্বুক পাহাড়ে ক্ষতিগ্রস্থ ২৬টি পরিবার মাঝে প্রতিটি পরিবারকে ৬ কেজি চাউল,১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ২ লিটার বিশুদ্ধ পানি সহ ১২ কেজি খাদ্যশস্য বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এই সময় ক্ষতিগ্রস্থ মাঝে বিতরণকালে উপস্তিত ছিলেন, বান্দরবান সদর নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহম্মেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো, রামারী পাড়ার কারবারী চিংথুই ম্রোসহ ম্রো সম্প্রদায়ের সর্বসাধারণ জনগোষ্ঠি প্রমুখ।
Leave a Reply