আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের থানচি উপজেলায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা ইট ভাটার ড্রাম চিমুনী ভেঙ্গে দিয়েছে ভ্রম্যমাণ আদালত। এসময় ওই ভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
থানচি উপজেলার হেডম্যানপাড়া এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও থানচি উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী। পরিবেশ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি উপজেলার নিষিদ্ধ এলাকায় সাঙ্গু ব্রিকস পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন বা লাইসেন্স না নিয়েই নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটের ভাটা তৈরি করে ব্যবসা করে আসছিল। এ কারণে ইট ভাটায় নিষিদ্ধ ড্রাম চিমুনী ভেঙে দেওয়া হয়েছে।
এসময় সাঙ্গু ব্রিকসের মালিক আনিসুর রহমান সুজন পলাতক থাকায় ভাটার ম্যানেজার সরোয়াের আলম (৪৯)কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইট প্রস্তুত ও পোড়ানো পরিবেশ অধিদপ্তর আইনে (২০১৩ এর সংশোধনী) উল্লেখ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, বাগান ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এ আইনের তোয়াক্কা না করেই থানচির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে লাগিয়ে ভাটাটি স্থাপন ও দীর্ঘদিন ধরে ইট পোড়ানোর কাজ করে আসছিলেন আনিসুর রহমান সুজন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy