প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৩:৩২ পি.এম
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে জাতীয় বীমা দিবস পালিত

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এ শ্লোগান নিয়ে নাইক্ষ্যংছড়িতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ২ মার্চ সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের টি,টি,সি,আই হল রুমে সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা প্রশাসন ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি সভাপতিত্বে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রাইম ইন্সুইরেন্স কোম্পানী লি: শাখার ম্যানেজার ইনর্চাজ- মাওলানা মো, মোতাহের, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,ইমরান, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা স্কাউট টিমের সভাপতি আব্দুল হালিম ফারুক, সাধারণ সম্পাদক মো,ছৈয়দুল বাশার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের ব্যাপক ভূমিকা রয়েছে । মানুষের জীবন এবং সম্পত্তির আর্থিক নিরাপত্তা বীমার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব । তাই এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নে স্বাধীনতার পরপরই জাতির পিতা আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে বীমা শিল্পকে জাতীয়করণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy