প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ১:১৯ পি.এম
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বিকালে নাইক্ষ্যছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন আদর্শগ্রাম এলাকায় অপ্রাপ্তবয়স্ক দুই ছেলে-মেয়ের মধ্যে গোপনে বিয়ের আয়োজন করা হয়েছে। সদর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক দুইজনকে তার কার্যালয়ে হাজির করা হয় এবং তাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।
সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ইউএনও ও স্থানীয় মানুষের মাধ্যমে তিনি জানতে পারেন, আদর্শগ্রাম এলাকার পেটান আলীর ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে মোহাম্মদ কালুর ছেলের মধ্যে বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিভাবকসহ দুই পরিবারের লোকজনকে ইউএনও কার্যালয়ে হাজির করে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির চাকঢালা, আশারতলী, আদর্শগ্রাম, বিছামারা এলাকায় দীর্ঘদিন যাবৎ গোপনে এই ধরনের বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ রয়েছে অভিভাবকদের বিরুদ্ধে। স্থানীয় জনপ্রতিনিধিরা ভূমিকা রাখলে এই ধরনের বাল্যবিবাহ বন্ধ হতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy