আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একজন সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ও সিমন সরকার।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নির্বাচণী আচরণবিধি অমান্য করে যানবাহনে পোস্টার লাগানোর দায়ে বিএনপির মেয়র প্রার্থী মো. জাবেদ রেজাকে ১০ হাজার টাকা এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবীর পক্ষে প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ি ব্যবহার করে শোডাউন ও নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার করার দায়ে সাইদুর রহমান নামে তার সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy