
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচনে নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় বহিরাগত ত্যাগের দাবি জানিয়েছেন সাবেক পৌর মেয়র জাবেদ রেজা ।
আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে বান্দরবান জেলা বিএনপি’র আয়োজনে জজকোর্ট সংলগ্ন বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি’র সাবেক মেয়র জাবেদ রেজা ।
সাংবাদিক সম্মেলনে সাবেক মেয়র জাবেদ রেজা বলেন, সুষ্ঠু নির্বাচনে হলে জয় লাভ হওয়ায় আশ্বাস রাখছি। তিনি আরো বলেন, বান্দরবানে পৌর এলাকায় সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ভোটারগণ ব্যতীত বহিরাগত সকল ব্যক্তি কে বান্দরবান ত্যাগ করা অবশ্যই প্রয়োজন। প্রত্যেক ভোটিং সেন্টারে নিরাপত্তা জোর দাবী জানিয়ে প্রশাসনে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই সময় সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং মারমা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল কর্মীবৃন্দ ও গনমাধ্যম সহ ব্যক্তিবর্গ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply