
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের লামায় গ্রাউস এনজিও এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২ মার্চ সকালে লামা উপজেলা পরিষদ হলরুমে প্রকল্প অবহিতকরণ সভায় গ্রাউসের সিং অং ম্রো এর সভাপতিত্বে ও মো.জাহেদ উদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোস্তফা জামাল।
বিশেষ অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদ, সি.সহকারী পুলিশ সুপার লামা সার্কেল মো. রেজওয়ানুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল,ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিল্কী রাণী দাশ,উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।
এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,পিআইি মো. মজনুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দশী বড়ুয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিংপ্রূ মার্মা,মিন্টু কুমার সেন, জালাল উদ্দীন কোম্পানি, ফরিদুর আলম সহ প্রমুখ ।
অবিহিতকরণ সভায় গ্রাউসের ডাঃ ফেরদৌস বেগম প্রকল্পের সারমর্ম চিত্র ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। পাশাপাশি সভায় বক্তাগণ করোনাকালীন (কভিড-১৯) বিষয়ে সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা,মাস্ক পরা, ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন করে জনগণ উদ্ধুকরণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply