বদরুন্নাহার চৌধুরী জেলা প্রতিনিধিঃ
বাবাকে না পেয়ে মেয়ের গলা কাটল দুর্বৃত্তরা, পানিতে ফেলল লাশ
কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে না পেয়ে কিশোরী মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বাড়ির পুকুর থেকে ওই কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ১৪ বছর বয়সী সালমা আক্তার উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের সোলেমান ব্যাপারীর মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সালমা তৃতীয়। তিনি বিল্লাল বাজার কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
সোলেমান ব্যাপারী জানান, জমি নিয়ে তার ভাতিজাদের সঙ্গে বিরোধ ও মামলা চলছিল। ২৫ সেপ্টেম্বর ভাতিজারা তার স্ত্রীকে মারধর করেন। এরপর হাসপাতালে ছিলেন তারা। শুক্রবার তিনি বাড়ি ফিরলে রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন লোক তাকে ঘিরে ধরেন। তখন দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন তিনি। তখন ঘরে তার মেয়ে সালমা একাই ছিল। সকালে খবর পান মেয়েকে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, জমির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy