প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ১:৩০ এ.এম
বামদরবানে সরকারি কলেজে বাস পেল শিক্ষকরা

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
যাতায়াতের সুবিধার লক্ষ্যে বান্দরবান সরকারি কলেজে শিক্ষকরা পেলেন এক বাস।
সোমবার (০১ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস উদ্বোধন করেন।
এ সময় বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন, উপাধ্যক্ষ প্রফেসর মো. নুরুল মোমেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিক, রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মের্শেদ আলীসহ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বান্দরবান সরকারি কলেজ কর্তৃপক্ষ জানান, ১৯৮৫ সালে বান্দরবান সরকারি কলেজের জন্য একটি বাস কেনা হয়, কিন্তু ২৪ বছর চলাচল করার পর ২০০৯ সাল থেকে বাসটি নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে বাসটি পুনরায় সংস্কার করে ব্যবহার উপযোগী করে শিক্ষকদের যাতায়াতের জন্য চালু করা হলো
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy