আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া অস্ত্রধারী সেই যুবককে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ২০ জানুয়ারি (শনিবার) রাতে থানার মোহাম্মদ নগর এলাকা থেকে অস্ত্রধারী সেই যুবক মো. জাহিদকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষেয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দৈনিক সূর্যোদয়কে বলেন, শনিবার রাত দশটার দিকে মো অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়।
ঘটনার সময় ভিডিও ফুটেজে অস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে সেটা জাহিদ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত গোলাপ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
এই মামলায় গ্রেফতার আরেক আসামি শাওনের কাছ থেকে প্রথমে মিঠুন ও তার কাছ থেকে অস্ত্রটি নেন জাহিদ। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে।
এ ঘটনায় এজাহারে ৮ জন আসামি ও তদন্তে প্রাপ্ত ১১ জনকেও গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়া বাধা দিতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তি কিরিচের আঘাতে আহত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy