গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বারবার তালাক দেয়ায় স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় তালাকপ্রাপ্ত স্বামী লিটন মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিকাটা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার গাইবান্ধার সাঘাটা উপজেলার বেলতলী এলাকার শাহ আলমের মেয়ে। আটক লিটন একই উপজেলার পশ্চিম আগবপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় নয় বছর আগে লিটনের সঙ্গে সালমা আক্তারের বিয়ে হয়। বিয়ের মাত্র ১৫ দিন পরই পারিবারিক কলহের কারণে লিটনকে তালাক দেন সালমা। পরবর্তীতে স্বামীর পরিবার তাকে বুঝিয়ে আবারো বিয়ে দেয়। বিয়ের পর দুইজনই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ভাড়া বাসায় থেকে চাকরি করতেন। সালমা ছিলেন অ্যাপেক্স ল্যানজারি কারখানার শ্রমিক আর লিটন মৌচাক জেনারেল ফার্মাসিটিক্যাল কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা আরো জানায়, টানা নয় বছর সংসারের পর কয়েক মাস আগে আবারো পারিবারিক কলহের কারণে স্বামীকে তালাক দেন সালমা। এরপর থেকে তারা আলাদা থাকতেন। এক মাস আগে লিটনের চাকরি চলে যায়। বৃহস্পতিবার সকালে লিটন একটি ধারালো ছুরি নিয়ে সালমার ভাড়া বাসায় যান। পরে ঘরে ঢুকে সালমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার এসআই আবু সাঈদ জানান, নিহত সালমা আক্তারের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে অ্যাপেক্স ল্যানজারি কারখানার পাশ থেকে লিটন মিয়াকে আটক করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy