রেখা মনি,রংপুর
Facebook Twitter share
আজ(১৬ -৫-২১)ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
Surjodoy.com
এতে ৩ টি ঘর পুড়ে যায়। ঘরে থাকা বিভিন্ন মালামালসহ কিছু গরু ছাগল পুড়ে মারা যায়। এ সময় জীবিত কিছু গরু ছাগল অর্ধ পুড়া হয়ে আছে। আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি, এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণ ও জানা যায়নি।
The Daily surjodoy
আগুন লাগার পর পরই স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী রওয়ানা দেয়ার আগেই পুনরায় ফোন করে তাদেরকে আসতে নিষেধ করেন ।
The Daily surjodoy
ভুক্তভোগীদের অভিযোগ শত্রু পক্ষ ফায়ার সার্ভিসকে না আসার জন্য ফোন দেয় এবং “বলে যে আগুন নিভে গেছে” এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের লোকজন।
The Daily surjodoy
এ ব্যপারে বালিয়াডাঙ্গী ফায়ার সাভিসের(০১৭৩৩৯৯৯৬২৭) মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে প্রদীপ কুমার নামের একজন ফায়ার সার্ভিস কর্মী জানান,আজ ভোরে আগুনের খবর পাই ।খবর পেয়ে স্টেশন থেকে আমাদের পানিবাহী গাড়ি রওনা দেওয়ার আগেই পুনরায় ৯৯৯ ফোন করে আমাদেরকে নিষেধ করে দেন যে আগুন নিভে গেছে ,তাই আমরা আর যায়নি।
Leave a Reply