ফখরুল আলম, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি
কলাপাড়ার বালিয়াতলী সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে সকল ধরনের যান চলাচলে জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে কোন ধরনের টোল ও কাউকে চাঁদা দিতে হবে না। এ ধরনের কেউ করলে সাথে সাথে প্রশাসনকে জানান।
মঙ্গলবার বিকেলে সদ্য নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। তিনি গাড়িতে চড়েই সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখেন।
শীঘ্রই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে তিনি জানান।
কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে ৬৭৭ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ফলে সাধারণ মানুষসহ পর্যটকরা একটি সেতু পেরিয়ে কুয়াকাটায় যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া পাঁচটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ খেঁয়ার চাঁদাবাজদের জিম্মি দশা থেকে মুক্তি পাবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy