প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ১০:০৩ এ.এম
বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের শিকার কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা আজ (বুধবার) খুলনার স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন কর্মসূচি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, বাল্যবিবাহের কুফল সমাজের প্রতিটি স্তরে তুলে ধরতে হবে। করোনাকালে দেশে প্রায় ১৫ হাজারের অধিক কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাল্যবিবাহ অনেকাংশে কমে আসবে। সরকার বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। বাল্যবিবাহ বন্ধে কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীল কর্মকান্ডে যুক্ত করে তাদের সাথে কাউন্সিলিং করা প্রয়োজন।
খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ ইসমাত আরা। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র আলী আকবর টিপু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা খাতুন, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এনামুল হক, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী জামাল উদ্দিন। কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, কাজি, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy