প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ১১:৫৭ পি.এম
বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান
ইব্রাহিম হোসেন,মাটিরাঙ্গাঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সক্ষমতা বৃদ্ধিমুলক উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজী,
ইমাম, অভিবাবক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের বাল্যবিবাহ নিরোধে দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় অনুষ্ঠিত হয়।
রোববার (৩১অক্টোবর) সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন কমিটি জাইকার সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা পরিচালন কমিটি ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি জাইকার উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা)মো:হেদায়েত উল্ল্যাহ সভাপতিত্বে মাটিরাঙ্গা থানার পুলিশ (তদন্ত) আমজাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দিনের পর দিন এটি একটি ব্যাপক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একে প্রতিহত করে সমাজ থেকে বাল্যবিবাহ চিরতরে বিদায় দিতে হবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) হেদায়েত উল্ল্যাহ নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হয় এবং এর কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে মন্তব্য করে বলেন,বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এ আইনে ২২টি ধারা আছে। তন্মধ্যে ১৯ ধারা বিশেষ শর্ত–সম্পর্কিত। বাল্যবিবাহ হলেই এর জন্য শাস্তির বিধান রয়েছে। জন্ম নিবন্ধন সনদ ব্যতীত কোন অবস্থায়ই নিকাহ রেজিষ্টার যেন বিবাহ নিবন্ধন না করেন সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে বলে তিনি জানান।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মসজিদের
ইমাম,কাজী,অভিবাবক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy