বাল্য বিয়ে দিতে গিয়ে
ভ্রাম্যমান আদালদেতর জরিমানা
সিরাজুল হক মিনা,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামে (কীর্ত্তনীয়াপাড়া)১৪ বছরের এক কিশোরীর বাল্য বিয়ের খবর পেয়ে
গত রোববার (২৭ জুন) রাতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
আদালত সূত্রে জানা যায়, ওই গ্রামের ধর্মীয় পুরোহিত বিপুল চক্রবর্তীর (৫৫)বাড়িতে ওই বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। ওই দিন রাত আনুমানিক আটটায় বিয়ে আয়োজনের খবর পেয়ে বিয়ে বাড়িতে স্বশরীরে হাজির হন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
এ সময় সেখানে পুরোহিতের ভায়রার মেয়ে পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে তাঁর (পুরোহিত) ভাতিজার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বাল্য বিয়ের অভিযোগ স্বীকার করায়
ভ্রাম্যমান আদালতের হাকিম ওই কিশোরীর অভিভাবক হিসেবে পুরোহিত বিপুল চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া আদালতের কাছে পুরোহিত কিশোরীকে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন। ২০১৭ সালের বাল্য বিয়ে নিরোধ আইনে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy