
সোমেন সরকার
চট্টগ্রাম নগরের এম এম আলী রোডের জেলাশিল্পকলা একাডেমি এলাকার একটি বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় তাদের গ্রেপ্তারের পাশাপাশি ৫ নারীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো— ইব্রাহিম খলিল (২৫), ইসমাইল হোসেন হৃদয় (১৮), নয়ন ধর (২৪), নিখিল চন্দ্র কুড়ি (৩৫) ও রাজিয়া (২৫)।চকবাজার থানার এসআই রাজীব পাল বলেন, ‘গ্রেপ্তার আসামিরা ৬ মাস আগে এমএম আলী রোড়ে ফয়েজ মঞ্জিলের ২য় তলায় বাসা ভাড়া নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছি।
গ্রুপটি পরিচালনা করতো রাজিয়া। চাকরি দেওয়ার নামে বিভিন্ন জেলা থেকে ৫ নারীকে সংগ্রহ করে। তাদের বয়স ১৮ বছরের কম।’ গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply