করোনার পরিস্থিতিতে সীমিত আকারে সদ্য প্রয়াত বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে একটি শোকসভা ও বিশেষ দোয়ার আয়োজন করে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস।
রবিবার দূতাবাসের কনফারেন্স হলে রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর ও দূতালায় প্রধান মো. রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
শোকসভা ও দোয়া অনুষ্ঠানে দূতালয় প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রেরিত শোকবার্তা দুটি পাঠ করে শোনান।
রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। এ সময়ে তিনি বলেন, তার সুদীর্ঘ ৫০ বছরের প্রধানমন্ত্রীত্ব কালে তিনি সাংস্কৃতিক বৈচিত্র্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
সভা শেষাংশে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মো. আশরাফুর রহমান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy