প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ১০:২০ পি.এম
বিএনপি নেতার নেতৃত্ব যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ
তানভীর আহাম্মেদ, নারায়নগঞ্জ :
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের পাবুন্ডা পূর্ব পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সহ ৩ টি বাড়িতে হামলা করে একই গ্রামের বিএনপি নেতারা। গত রবিবার রাত আনুমানিক ১১টার দিকে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদু’র ঘরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর বের।পরে জামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তার বাড়িতে হামলা চালায় । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনারগাঁ থানা পুলিশ এবং তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাকুন্ডা পূর্বপাড়া গ্রামের ফালুর ছেলে জসিমের সাথে প্রেম করে বিয়ে করে একই গ্রামের হযরত আলী মেয়েকে। পরে পারিবারিক বনাবনি না হওয়ায় স্থানীয় সমাজপতিদের মাধ্যমে গত ছয় মাস আগে তাদের মধ্যে বিবাহের বিচ্ছেদ ঘটে। এরআগে গত ৫ মাস আগে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় মামলা করার পর তছলিম ও হাসেমকে গ্রেফতার করে পুলিশ। তারা তিন মাস জেল হাজতে থাকার পর জামিনে এসে মেয়ের পক্ষের লোকজনকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং মামলা তুলে নিতে মেয়ের পক্ষকে হুমকি প্রদান করে। মেয়ের পক্ষ মামলা তুলে না নেয়ায় আসামীরা বাদীপক্ষকে বাড়িঘর উপর হামলা চালায় । সেই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামবাসী সালিস বৈঠকে বসে বসে ছিল । কিন্তু কোন সিদ্ধান্ত দিতে না পারায় হঠাৎ করে সোমবার রাতে গ্রামের তসলিম পারভেজ, ইসলাম, রাসেদসহ ১০/১৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সাদু’র বাড়িতে হামলা করে।এ ব্যাপারে তালতলা তদন্তকেন্দ্র ইনচার্জ আহসান উল্লাহ জানান ঘটনাস্থলে এস আই মিজানকে পাঠানো হয়েছিল, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy