নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, বিচারপ্রত্যাশীদের যেন ন্যায়বিচার পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। মামলাজট নিরসনে আপনাদের আন্তরিক হতে হবে। তিনি,
রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোনো একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়।সবাই মিলে বিচার বিভাগকে গতিশীল করার আহবান জানান।
(০৯ এপ্রিল) রবিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ সব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয় তাহলে আইনজীবীরা হবে বাম হাত।বিচারকার্য দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে।
তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমাণ মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে, যাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য "ন্যায় কুঞ্জ" প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন যার কাজ ইতোমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিনিয়র জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোঃ আব্দুল হামিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মঈনদ্দীন চৌধুরী, জেলা লিগ্যাল এইডের সচিব ও সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান তামান্না, যুগ্ম-জেলা জজ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ বুলবুল ইসলাম, সদর সহকারী জজ প্রথম আদালতের বিচারক মেহেদী হাসান সহ বিচারক মন্ডলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদ বেপারী।
এরপর ফরিদপুর আদালত চত্বরে একটি সবেদার চারা রোপণ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy