শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের আলাপ না আনতে হুঁশিয়ারি সারজিসের শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচনের আলাপ না আনতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচনের আলাপ না আনতে। অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে বলে মনে করেন তিনি। এদিকে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে, বিচার হলে আহত ও নিহতের পরিবারবর্গ স্বস্তি পাবে বলেও মন্তব্য করেন সাবেক এ উপদেষ্টা। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। জাকির হোসেন দৈনিক সূর্যদয়
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy