শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
প্রায় ১৪ দিন পর ‘ক্লিন ফিড’ (বিজ্ঞাপনমুক্ত) নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। এরই মধ্যে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে চ্যানেলটির সম্প্রচার শুরু করেছেন।
বাংলাদেশে জি বাংলার পরিবেশক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপনের সময়টিতে ওই চ্যানেলের অন্য অনুষ্ঠানের ‘প্রোমো’ দেখানো হচ্ছে।
ঢাকা ও অন্যান্য শহরের দর্শকরা জি বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, বগুড়াসহ বেশ কয়েকটি জেলার দর্শকেরা জি বাংলা দেখতে পারছেন বলে কথা বলে জানা গেছে।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেওয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।
সংগঠনটি জানিয়েছে, জি বাংলা ছাড়া ভারতের কালারস গ্রুপের (কালারস বাংলা) চ্যানেলগুলো দ্রুতই ‘ক্লিন ফিড’ নিয়ে দেশে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। অন্যরা বাংলাদেশের নিয়ম মেনে দ্রুতই সম্প্রচারে আসবে বলে আশাবাদী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy