কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
‘বিজয়ের উৎসবে এসো মিলি, মাদককে না বলি’
এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রতি বছরের ন্যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় আলোকবর্তিকা-বিজয় দিবস T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনষ্ঠিত হয়।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলার আলোকবর্তিকা নামক একটি সামাজিক সংগঠন; যার সহযোগিতায় ছিলো ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা। ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে ১৫ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।
আলোকবর্তিকা ভূরুঙ্গামারীর সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদের সঞ্চালনায় এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে, টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার রকিব আহমেদ জুয়েল, ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন, আওয়ামী যুবলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান এরশাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পরিমল চন্দ্র সাহা, সহকারী শিক্ষক ফিরোজ হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে ছিলো মাকসুদা আজিজ ফাউন্ডেশন ভূরুঙ্গামারী, মডেল থাই অ্যালুমিনিয়াম, স্যানিটারি ও টাইলস, রুপসজ্জা কসমেটিকস, রিগ্যাল ফার্নিচার শো-রুম ভূরুঙ্গামারী, মেসার্স সিএস ট্রেডার্স, বাবলী টেলিকম এন্ড জিপি এক্সপ্রেস, তাবিব ক্রোকারিজ, আল্পনা টেলিকম এবং হিমু স্মার্ট মোবাইল জোন।
টুর্নামেন্ট শেষে প্রধান ও বিশেষ অতিথিগণের সংক্ষিপ্ত বক্তব্যের পর , অংশগ্রহনকারী প্রত্যেকটি দলকে ১টি করে ক্রিকেট ব্যাট, ৩টি করে স্ট্যাম্প, বল ও টেপ প্রদান করা হয়। ফাইনাল খেলায় আলোকবর্তিকা স্পোর্টস একাডেমি, কেজিপাড়া হান্টার্স ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হন শাহীবাজার ক্রিকেট টিমের শুভ। উক্ত অনুষ্ঠানে বিজয়ী দল ও রানার-আপ দলকে ট্রফি বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠান শেষে, অনুষ্ঠানের সভাপতি আশিকুর রহমান আশিক সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আলোকবর্তিকার মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলার তারুণ্যে উজ্জীবিত তরুণদেরকে নিয়ে একটি দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলোকবর্তিকা-বিজয় দিবস T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, মাদকমুক্ত দক্ষ ও মানবিক যুব সমাজ গড়ার লক্ষ্যে, আলোকবর্তিকা ভূরুঙ্গামারী, গত প্রায় ৩ বছর যাবৎ ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছে।